ফের বিয়ে করতে চলেছেন আমির খান। ব্যাঙ্গালুরুর এক সুন্দরীকে নাকি এবার তার মনে ধরেছে এবং ৫৯ বছর বয়সি অভিনেতা নাকি এতটাই সিরিয়াস এই সম্পর্ক নিয়ে যে সম্প্রতি পরিবারের সকলের সঙ্গে পরিচয়ও করিয়ে ফেলেছেন মনের মানুষকে। যদিও আমির খানের গোপনীয়তার স্বার্থে সেই নারীর পরিচয় খোলসা করা হয়নি। তবে শোনা যাচ্ছে দুই পরিবারের নাকি এই সম্পর্কে সায় আছে। মাত্র কয়েক বছর আগেই আমির এবং কিরণ রাও এর বিবাহ বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান ও আছে। তারপর আমির খানের নাম জড়ায় অভিনেত্রী ফাতেমা সানা শেখ এর সাথে। তবে আমি নিজে তা স্বীকার করেননি। এই মুহূর্তে বলিউড এর অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে তাদের বিয়ে এখন শুধুই সময়ের অপেক্ষা।