Friday, December 27, 2024
Homeআন্তর্জাতিকগ্রীন ল্যান্ড কিনতে চান ডোনাল্ড ট্রাম্প!

গ্রীন ল্যান্ড কিনতে চান ডোনাল্ড ট্রাম্প!

দ্বিতীয় বারের জন্য আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে একের পর এক চমক দিচ্ছেন আত্ম বিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প। এবার তার নজর দ্বীপ রাষ্ট্র গ্রীন ল্যান্ডের দিকে।ইউরোপের ডেনমার্ক দেশটির অংশ হিসেবে। গ্রিনল্যান্ডের বাসিন্দারা ইউরোপীয় ইউনিয়নের নাগরিক হিসাবে গণ্য হন। ডোনাল্ড ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ডের উপর মার্কিন নিয়ন্ত্রণ আবশ্যক।নিজের এক্স হ্যান্ডল ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লিখেছেন, ‘সারা বিশ্বের নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থে আমেরিকা মনে করে গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ নেওয়া এই মুহূর্তে আবশ্যক।’ তবে এ কথায় মোটেও রাজি নয় গ্রিনল্যান্ড। সে দেশের প্রশাসনের তরফে সাফ জানানো হয়েছে, তারা দেশ বিক্রি হতে রাজি নয়। গ্রিনল্যান্ডের প্রতি ট্রাম্পের আগ্রহ চিরকালের। ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে গ্রিনল্যান্ডে নিয়ন্ত্রণের ইচ্ছেপ্রকাশ করেছিলেন ট্রাম্প।ট্রাম্প এর মতামত নিয়ে তোলপাড় শুরু হয়েছে ইউরোপের রাজনীতিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছিলেন, ‘গ্রিনল্যান্ডকে কোনও অবস্থাতেই বিক্রি করা যাবে না। গ্রিনল্যান্ড ডেনমার্ক নয়। গ্রিনল্যান্ডের নিজস্ব অস্তিত্ব রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments