রবিবার সকাল ৯টা নাগাদ লেদার কমপ্লেক্সের ভিতরে সেক্টর ৫ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির অধীনে একটি ম্যানহোলে মুখে সাফাই কাজ চলছিল। পথে তলিয়ে যায় এক শ্রমিক। তাকে উদ্ধারে নামে আরও দুজন। ঘটনার স্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। কেএমডিএও এই ঘটনার তদন্ত করবেন বলে জানান তিনিও। ফিরহাদ বলেন, ‘কেন তিনজন শ্রমিককে ম্যানহোলে নামতে হলো সেই কারণ খতিয়ে দেখা হবে।’ দুপুরে নামীয়ে মৃত দেহ উদ্ধারে কাজ চলছে। মেয়র মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন। উল্লেখ্য, এই ভাবেই ম্যানহোলে শ্রমিক নামিয়ে কাজ এখনো এই রাজ্যে নিষিদ্ধ তাও কিকরে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।
ম্যানহোল পরিচ্ছন্ন করতে নেমে তিন জনের মৃত্যু, ক্ষতিপূরণ ঘোষণা মেয়রের
RELATED ARTICLES