Friday, December 27, 2024
Homeআন্তর্জাতিকবাংলাদেশ সচিবালয়ে আগুন! পুড়ে ছাই বহু গুরুত্বপূর্ণ নথি।

বাংলাদেশ সচিবালয়ে আগুন! পুড়ে ছাই বহু গুরুত্বপূর্ণ নথি।

বাংলাদেশ সংবাদ পত্রের খবর অনুসারে বুধবার রাত ১টা ৫২ মিনিট নাগাদ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছয় দমকলবাহিনী ও পুলিশ। প্রথমে ৮টি ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়।তৎপরতা সত্ত্বেও কিন্তু আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। পরিস্থিতি বুঝে বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। সব মিলিয়ে ১৯টি ইঞ্জিনের চেষ্টায় ছয় ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ নিয়ন্ত্রণে আসে লেলিহান শিখা।বহু গুরুত্বপূর্ণ নথিপত্র রাখা ছিলো সচিবলয়ে যা আগুনে ভশ্মিভূত হয়েছে বলে মনে করা হচ্ছে। ইউনুস সরকারের এক মুখপত্র দাবী করেছেন আমাদের সব শেষ হয়ে গিয়েছে। আগুন লাগার ঘটনার পেছনে নাশকতা বা অন্তরঘাত থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত রিপোর্ট সামনে আসলে সম্ভবত সত্য জানা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments