Saturday, January 31, 2026
Home দেশ কুম্ভ স্নান সারলেন নরেন্দ্র মোদি

কুম্ভ স্নান সারলেন নরেন্দ্র মোদি

মাঘের অষ্টমী তিথিতে কুম্ভ স্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লাল পোশাকে রুদ্রাক্ষ মালা হাতে প্রধানমন্ত্রী সংগমে নামেন এবং মন্ত্র উচ্চারণে গঙ্গা প্রণাম করেন এবং ডুব দিয়ে স্নান করেন। নিরাপত্তা আটোসাঁটো থাকলেও মোদিকে দেখতে উৎসাহ ছিল মেলার সাধারণ পুণ্যার্থীদের মধ্যেও।
আজকের এই অষ্টমী তিথিও শাস্ত্র মতে বিশেষ তায়পর্যপূর্ণ। এর আগে যোগী আদিত্যনাথ, অমিত শাহ উপ রাষ্ট্রপতি সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব কুম্ভ স্নান করেছেন। আজ প্রধানমন্ত্রী কুম্ভ স্নান চিলো সময়ের অন্যতম আকর্ষণ। একদিকে যখন বিরোধীরা কুম্ভ মেলায় পদ পিষ্ট হওয়ার ঘটনা নিয়ে সরব, অন্যদিকে মোদীর শাহী স্নান মিডিয়ার দৃৃষ্টি আকর্ষণ করছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments