Friday, March 21, 2025
Home বাংলা বারুইপুরে ব্যাবসায়ী খুন!

বারুইপুরে ব্যাবসায়ী খুন!

বারুইপুর এ নৃশংশ ভাবে খুন ব্যবসায়ী।গত ৩১ তারিখ দোকান বন্ধ করে বেরনোর পর স্ত্রীয়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল সোনুর। জানিয়েছিলেন, কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসবেন। তারপর থেকেই নিখোঁজ ছিলেন ওই ব্যবসায়ী। তারপর বারুইপুর খালে উদ্ধার হয় তার দেহ।জানা যায় কসবায় সামান্য জুতো-বেল্ট সারানোর দোকানের মালিক ২৮ বছরের সোনু। আচমকা তার আর্থিক উন্নতিতে তারই কিছু বন্ধু টাকা হাতানোর ছক করে এবং খুন করে সোনুকে।পরিকল্পনামাফিক ৩১ জানুয়ারি রাতে কসবা থেকে সোনুকে গাড়িতে তোলে বাকিরা গাড়িতে চলে মদ্যপান সুযোগ বুঝে তাকে খুন করে তার মোবাইল হাতিয়ে অন্য একটি একাউন্ট এ টাকা পাঠায় দুষ্কৃতীরা। তারপর তার মৃত দেহ খালে ফেলে পালিয়ে যায় তারা।ইউপিআই লেনদেনের সূত্র ধরে তদন্তে নেমে মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনও একজন পলাতক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments