Friday, February 7, 2025
Home বাংলা পরিচালকদের সাথে ফ্রেডারেশনের সংঘাতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অচলাবস্থা!

পরিচালকদের সাথে ফ্রেডারেশনের সংঘাতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অচলাবস্থা!

টলি পাড়ায় পরিচালক দের সংগঠনের সাথে ফ্রেডারেশন এর দ্বন্দ্ব নতুন কিছু নয় এবার কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়কে অসঙ্গতির কারণ দেখিয়ে ‘নিষিদ্ধ’ ঘোষণার পরই আবার নতুন করে মাথাচাড়া দেয় গিল্ড-ফেডারেশন গন্ডগোল। আবার কাজ কর্ম বন্ধ হয়ার আশঙ্কা টলি পাড়ায়।শুক্রবার থেকে ফ্লোর বয়কটের ডাক দেয় পরিচালক গিল্ড।শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরূপ জানান, “ইচ্ছাকৃতভাবে শুটিং বন্ধ করেছেন পরিচালকরা। কোনও আলোচনা না করেই শুটিং বন্ধ করেছেন তাঁরা। সেটে পরিচালকদের পাশাপাশি সকলেই সম্মানীয়। সকলের সম্মান পাওয়া উচিত। ফেডারেশন লেবার অ্যাক্ট জানে। তাই শ্রম আইন জেনে বুঝে কথা বলা উচিত। পাশাপাশি ইন্ডাস্ট্রিতে ফ্রেডারেশনের অবদান ও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। গোটা ঘটনার জন্য পরিচালকদেরই দায়ী করছে ফ্রেডারেশন।আজ সন্ধেয় অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের সঙ্গে বৈঠকে বসবেন জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়।সেই আলোচনায় সমাধান মেলে কিনা সেটাই এখন বড়ো প্রশ্ন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments