ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো সল্ট লেকের পথ চলতি মানুষ।আজ আট নম্বর নম্বর ফুটব্রিজের কাছে হটাৎ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মারে।সেই সময় রেলিং এবং গাড়ির মাঝে আটকে পরে এক ডেলিভারি বয়ের বাইক।রেলিংয়ে ধাক্কা লাগতেই গাড়িটিতে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়।দাউ দাউ করে জ্বলতে থাকে। পথ চলতি মানুষ দের সাহায্যে গাড়ির যাত্রীদের উদ্ধার করা গেলেও বাইক আরোহীকে আর উদ্ধার করা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে। গাড়ির আগুনে ঝলসে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ওই ডেলিভারি বয়ের।দমকল দেরিতে আসে বলে সাধারণ মানুষ বিক্ষোভ দেখায় এবং ওই ডেলিভারি বয়কে বাঁচাতে দমকল কর্মীরা ব্যর্থ হয় এমন অভিযোগও ওঠে।