২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় সিতাই বিধানসভার গীতালদহে খুন হন তৃণমূল আবু মিয়া।নাম জড়ায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের।আজ তৃণমূল কর্মী আবু মিয়া খুনের মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে জনতার রোষে পড়লেন নিশীথ। আদালত থেকে বেরনোর পথে তাঁর গাড়ি লক্ষ্য করে পচা ডিম ছোড়া হয়। দেখানো হয় কালো পতাকা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়।সেই সময়ে নিরাপত্তারক্ষীরা কোনওরকমে আদালতের ভিতরে নিয়ে যান নিশীথকে।