প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বড়ো প্রাপ্তি হলো কলকাতাবাসীর।শুক্রবার বিকেলে বঙ্গসফরে এসে অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর এবং গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান ও ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বারাসত রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত মেট্রোপথ হলেও আপাতত নোয়াপাড়া, যশোর রোড এবং জয় হিন্দ–এই তিনটি মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা চালু হবে।এর ফলে দূরপাল্লারা রেলযাত্রী এবং বিমান যাত্রী উভয়েরই অনেক সুবিধা হবে। পুজোর মুখে এই সম্প্রসারণ সাধারণ যাত্রীদের উৎসবের দিন গুলিতে যাত্রা পথ আরো সহজ করবে।