তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় তার নাম ব্যবহার করে ভুয়ো একাউন্ট খোলার ঘটনা সামনে আনলেন।বুধবার সকালে ওই ভুয়ো প্রোফাইলের লিংক পোস্ট করেছেন সাংসদ। সেখানে তিনি লেখেন, “এটা একটা ভুয়ো প্রোফাইল। এর সঙ্গে আমার কোনও যোগ নেই। আমি সকলকে অনুরোধ করব, কেউ এই অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না। সকলে রিপোর্ট করুন।” কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি আইন মেনে পদক্ষেপ করবেন।বিখ্যাত ব্যক্তিদের নামে ভুয়ো সোশাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে আপত্তিকর পোস্ট, অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ প্রায়ই ঘটছে এমন ঘটনা।