শাসক দলের ধর্ণা মঞ্চ খোলা নিয়ে সেনা বাহিনীর সমালোচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী। পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি। সেই অশান্তির ঢেউ এবার পৌঁছে গেলো বিধানসভায়। মঙ্গলবার অধিবেশন শুরু হতেই বিজেপি বিধায়করা চিৎকার চেঁচামেচি, হট্টগোল জুড়ে দেন। পরিস্থিতি সামলাতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সতর্ক করেন তাদের তাতেও পরিস্থিতি শান্ত না হওয়ায় বিরোধী দল নেতা শুভেন্দুকে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁকে বের করে দেওয়ার জন্য মার্শাল ডাকা হয়।আজ বিধানসভায় বাংলা ও বাঙালি ‘হেনস্তা’ বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। সেই সময় থেকেই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। পরে বাইরে এসে শুভেন্দু অধিকারী জানান সেনার হয়ে কথা বলায় তাকে সাসপেন্ড করা হয়। এজন্য তিনি গর্বিত।

