কিছুদিন আগেই সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে ফিরেছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল আবার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হলো তাকে।বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।জানা যায় তাঁর মাইল্ড ইস্কিমিক ব্রেন স্ট্রোক হয়েছে। অর্থাৎ, মস্তিষ্কের রক্তবাহিকায় ক্লট ধরা পড়েছে।হাসপাতাল সূত্রের খবর আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকরা ৭২ ঘণ্টা পর্যন্ত তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।রাজ্য বিজেপি এবং তার এক সময়ের সহকর্মীদের অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

