আজ দক্ষিনেশ্বর মেট্রো স্টেশনে ঘটে গেলো ভয়াবহ খুনের ঘটনা। মেট্রো থেকে বেরনোর সময় টিকিট কাউন্টারের সামনে বাগবাজার বয়েজ স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া মনজিতের সঙ্গে বচসা বাঁধে এক সহপাঠীর। বচসা চলতে চলতে পকেট থেকে ধারালো অস্ত্র বের করে সহপাঠী। অভিযোগ, ঘাড়ে, পিঠে ও কাঁধে এলোপাথাড়ি কোপাতে থাকে সে।ঘটনাস্থলে তাকে ধরা যায়নি। পরবর্তীতে অন্য তিন সহপাঠী তাকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যায়।পরবর্তীতে রেফার করা হয় এস এস কে এম এ।তবে শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় মনজিতের।বাকি দের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে পলাতক অভিযুক্ত সহপাঠী।ঠিক কি কারণে এমন ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি। স্কুলে কোনো অশান্তির জেরে হত্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই শোকে ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা।

