জঙ্গল ঘেরা উত্তরপ্রদেশের বহরাইচ অঞ্চলে নেখড়ের হামলায় পর পর দুজন প্রান হারালেন।দুপুরে মেয়েকে পাশে শুইয়ে ঘুমোচ্ছিলেন এক মহিলা তখনই কোন সময় হামলা চালায় নেকড়ে। মায়ের পাশ থেকে তিন মাসের শিশুটিকে মুখে করে তুলে নিয়ে যায়।পরবর্তীতে জঙ্গল থেকে আধ খাওয়া দেহ উদ্ধার করা হয়।একটি সাত বছরের শিশুর উপরেও হামলা চালায় একটি নেকড়ে বাঘ। একইরকম ভাবে জঙ্গল থেকে তারও মৃতদেহ উদ্ধার হয়।এলাকায় মিলেছে নেখড়ের পায়ের ছাপ। মানুষখেকো জন্তু টিকে ধরতে খাঁচা পাতা হয়েছে বিভিন্ন স্থানে পাশাপাশি আকাশে ড্রোন উড়িয়ে খোঁজ চলছে মানুষ খেকো নেখড়ের।

