রবিবার সন্ধ্যাবেলাতেই কলকাতায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সেনাবাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে এবং সেনার আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দিতে তার কলকাতায় আসা।প্রিয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির বিজেপি কর্মী, সমর্থকদের ভিড়ে গাড়ি থেমে যায়।গাড়ি থেকে নেমে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় প্রধানমন্ত্রীকে।এই উচ্চ পর্যায়ের বৈঠকে মোদীজির সঙ্গে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও।প্রোটোকল অনুযায়ী, তিনি সোজা রাজভবনে গিয়ে রাত্রিবাস করবেন। সেখানে রাজ্যপালের সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হবে কিনা তা এখনো স্পষ্ট নয়।সোমবার সকাল ১০টা নাগাদ সম্মেলন শুরু হবে।

