নিম্নচাপের কারণে রাজ্যের প্রতিটি জেলায় বৃষ্টির প্রভাব পড়েছে ভালোই।সোমবার ভোর ৪টে থেকে বেলা ১১টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে দীঘায় । তার জেরেই ডুবেছে সৈকত শহরের কিছু জায়গা। হোটেলের সামনে জল জমে যাওয়ায় বিপত্তি পর্যটকদেরও। জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে তাঁদের। অনেকে আবার সমুদ্র উপভোগ করার বদলে হোটেলবন্দি হয়ে রয়েছেন দীর্ঘ সময়।নিউ দিঘার হেলিপ্যাড গ্রাউন্ড এলাকা জলমগ্ন।আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেছেন এবং দ্রুত জল নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা হয়েছে। আপাতত জলস্তর অনেকটাই নেমেছে।

