পাঁশকুড়ায় হাসপাতালে দুই স্বাস্থ কর্মীকে ধর্ষনের ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে। ঘটনা জানাজানি হতে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা জেলায়। প্রাথমিক তদন্তে উঠে আসে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে উন্নত পরিষেবার জন্য কর্মী নিয়োগ করা হয়েছিলো সেই কর্মীদের একজনই এই ঘটনায় যুক্ত।আপাতত ওই বেসরকারি সংস্থাকে শো কজ করা হয়েছে। শোনা যাচ্ছে হাসপাতালের অনেক কর্মীর সঙ্গেই দুর্ব্যবহার করত অভিযুক্ত এবং আগেও একাধিক মহিলা কর্মী তার নির্যাতনের শিকার হয়েছেন।জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, “ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট না এলে কিছু বলা যাবে না। কিন্তু এমন ঘটনা যাতে না ঘটে, সেজন্য কড়া পদক্ষেপের ভাবনাচিন্তা চলছে।”

