প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বুধবার থেকে ‘প্রেরণা’ নামের একটি শিক্ষা অভিযান শুরু করেছে কেন্দ্র। এই অভিযানে কেন্দ্রীয় বোর্ডের অধীনে থাকা স্কুল গুলিতে দেখানো হবে মোদীজীর জীবনের উপর তৈরী স্বল্প দৈর্ঘ্যর সিনেমা।মূলত স্ক্রিনিং হবে ‘চলো জিতে হ্যায়’ নামক একটি তথ্য চিত্র।ইতিমধ্যেই শ্রেষ্ঠ নন ফিচার সেকশনে ছবিটি জাতীয় পুরস্কার জিতেছে।ছবি দেখলে মূল্যবোধ শিখবে পড়ুয়ারা এমনই উদ্দেশ্য সংগঠকদের।১৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ শিক্ষা অভিযান।বিরোধীরা অবশ্য অভিযোগ করছে বিরোধীদের শিক্ষার গৈরিকিকরণ হবে এই পক্রিয়ায় এবং সরকারি শিক্ষাব্যবস্থাকে ব্যবহার করে আত্মপ্রচারের হাতিয়ার এই ছবি প্রদর্শন।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুরু হচ্ছে বিশেষ শিক্ষা অভিযান
RELATED ARTICLES

