Saturday, January 31, 2026
Home দেশ সিঙ্গাপুরে প্রয়াত গায়ক জুবিন গর্গ

সিঙ্গাপুরে প্রয়াত গায়ক জুবিন গর্গ

সংগীত অনুষ্ঠান করতে সিঙ্গাপুরে গেছিলেন প্রখ্যাত গায়ক জুবিন। সেখানে এডভেঞ্চার এর নেশাই কাল হলো তাঁর জন্য। গভীর সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন জুবিন।শ্বাস কষ্ট শুরু হয় এবং দ্রুত অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে সিঙ্গাপুর পুলিশ তাঁকে সমুদ্র থেকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকদের পরামর্শ মতো দ্রুত তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাঁকে নিয়ে আসা হয়েছিল।বাঁচানোর সব রকম চেষ্টা করা হয় তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যান জ়ুবিন গর্গ।তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে ভারতের সংগীত জগতে। শোক প্রকাশ করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আসামের এই ভূমি পুত্র আসামি ছাড়াও বলিউড এবং টলিউডেও একাধিক জনপ্রিয় গান গেয়েছেন। তার প্রয়ানে শোকাহত তার অসংখ্য ভক্ত এবং সহ শিল্পীরা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments