ভুস্বর্গ আবার অশান্ত। গোপন সূত্রে উদম পুর সহ পার্শবর্তী কয়েকটি অঞ্চলে জঙ্গি দের লুকিয়ে থাকার খবর পেয়ে আগাম প্রস্তুতি নিয়ে মাঠে নামে পুলিশ, সেনা ও সিআরপিএফের যৌথ বাহিনী। যথা সময়ে চিহ্নিত এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। সেই সময় অতর্কিতে হটাৎ সেনার উপর গুলি চালায় জঙ্গিরা।পাল্টা উত্তর দেয় বাহিনী।এই হামলায় এক জওয়ান শহিদ হয়েছেন বলে খবর আসে । পালটা প্রআক্রমনে জঙ্গিদের কার্যত কোনঠাসা করে ফেলা হয়েছে। অন্তত চারজন জইশ জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে।শেষ পাওয়া খবর অনুযায়ী গুলির লড়াই এখনও চলছে।গত মাসেও একাধিক অনুপ্রবেশের চেষ্টা হয় জম্মু ও কাশ্মীরে।প্রতিবারই সেনার তৎপরতায় রক্ষা পায় ভুস্বর্গ।

