জাতীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণে জি এস টি সংশোধন সংক্রান্ত বড়ো বার্তা দিলেন প্রধানমন্ত্রী তার কথায় এখন জিএসটি মানে গ্রেট সঞ্চয় ফেস্টিভ্যাল।তিনি বলেন, পাশাপাশি ভরতীয় পণ্য কেনা বেচার উপর জোর দিলেন মোদীজি এবং এখন থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত রোজগার সম্পূর্ণ কর মুক্ত। তাঁর ভাষণে মোদীজি বলেন ‘দৈনন্দিন জীবনে বিদেশি পণ্য জুড়ে গিয়েছে। এর থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেক বাড়ি, প্রত্যেক দোকান স্বদেশি পণ্যের প্রতীক হয়ে উঠুক। স্বদেশি পণ্য হোক আমাদের গর্ব।’ প্রতিটা রাজ্যকেও এগিয় আসার আহ্বান জানান তিনি। মোদীর কথায়, ‘কেন্দ্রীয় সরকার এবং রাজ্য একসঙ্গে এগোলে আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ হবেই।’প্রসঙ্গত উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর GST কাউন্সিলের বৈঠকে ১২ এবং ২৮ শতাংশের GST হার তুলে দেওয়া হয়েছে। এখন থেকে ৫, ১৮ এবং ৪০ শতাংশ হারে GST নেওয়া হবে।এতে সাধারণ মানুষের উপর করের বোঝা কমবে। আর্থিক ভাবে সমৃদ্ধ হবে গরিব এবং মধ্যবিত্ত শ্রেণী।

