মেঘ ভাঙা বৃষ্টির জেরে জলের তলায় কলকাতা। উদ্বিগ্ন মেয়র থেকে মুখ্যমন্ত্রী। আগামী দুদিন স্কুল, কলেজ বন্ধ রাখার পাশাপাশি সরকারি-বেসরকারি অফিসের কর্মীদের আগামী দু’দিন ওয়ার্ক ফ্রম হোম করার কথা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নবান্নে খোলা হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম। সল্টলেকের কিছু স্থানে রাস্তার বাতিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনেকের প্রাণ গিয়েছে। তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং চাকরি দেয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে বিরোধি দল নেতা মুখ্যমন্ত্রীর পিতৃ পক্ষে পুজোর উদ্বোধকে এর জন্য দায়ী করেছেন। তার মতে মা দূর্গার অভিশাপ ভোগ করতে হচ্ছে কলকাতাবাসিকে।আপাতত কলকাতার পুজো উদ্বোধন বন্ধ রেখেছেন মুখ্যমন্ত্রী এবং জেলার পুজো গুলি ভার্চুয়ালী উদ্বোধন করার কথা ভাবা হচ্ছে। আপাতত চিন্তার বিষয় আবার যদি বৃষ্টি হয় এবং জলস্তর বাড়ে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পারে।

