রাজ্যরা মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও প্রতিবছর থাকেন দূর্গা পুজোর উদ্বোধন অনুষ্ঠানে। এবার আসছেন অমিত শাহ।চতুর্থীতে দক্ষিণ কলকাতার সেবক সংঘের পুজো উদ্বোধন করার কথা ছিল তাঁর। কিন্তু তা বুধবারই তা বাতিল করা হয়েছে। বাতিল করার কারন এখনো স্পষ্ট নয়।দক্ষিণ কলকাতায় এসে আরো তিনটি পুজোর উদ্বোধন করার কথা ছিল তাঁর তালিকায় রয়েছে লেবুতলা পার্কে, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, সল্টলেকের ইজেডসিসি-র পুজো। বাকি পূজার উদ্বোধন নিয়ে স্বাভাবিক ভাবেই উৎসাহিত পুজো কমিটি গুলি তবে কিছুটা হতাশ সেবক সংঘ। অন্যদিকে অমিত শাহর উদ্বোধন বাতিল নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস মুখপত্র কুনাল ঘোষ।এক্স হ্যান্ডেল এ তিনি লিখেছেন লোকজন হবে না। তাই দক্ষিণ কলকাতায় বাতিল হল অমিত শাহর পুজো উদ্বোধন।

