Saturday, January 31, 2026
Home দেশ প্রবল বৃষ্টিতে প্লাবিত মহারাষ্ট্রর একাধিক এলাকা!

প্রবল বৃষ্টিতে প্লাবিত মহারাষ্ট্রর একাধিক এলাকা!

শনিবার রাত থেকে মুম্বইয় সহ মহারাষ্ট্রর বহু স্থানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টির ফলে রবিবার, শহর ও শহরতলিতে একাধিক এলাকা জল মগ্ন। বিপযর্স্ত হয়েছে সড়ক ও রেল পরিষেবা।গোদাবরী নদীর উপর অবস্থিত জয়কওয়াড়ি বাঁধের সব গেট খুলে দেওয়া হয়েছে।একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।পরিস্থিতি মোকাবিলার জন্য গোটা রাজ্য ষোলোটির বেশি এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে।থানের অবস্থা বেশ খারাপ। সেখানে ৭১টি পরিবারের ২৬২ জনকে উদ্ধার করা হয়েছে এবং নিরাপদ স্থানে রাখা হয়েছে।পাশাপাশি বন্যার আশঙ্কার মধ্যে ছত্রপতি সম্ভাজিনগরে।আপাতত বৃষ্টির গতিবেগ এবং পরিমান কিছুটা কমেছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments