রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘর শতবর্ষ উদযাপন উপলক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী RSS-এর ভূয়সী প্রশংসা করলেন।নিজের ভাষণে মোদীজি সঙ্ঘের গৌরবময় ইতিহাস এবং স্বাধীনতারা লড়াইয়ে অবদানের কথা উল্লেখ করে বলেন, ‘দেশকে ভালোবাসাই হলো সঙ্ঘের একমাত্র লক্ষ্য। তারা ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধেও লড়াই করেছে।অন্যদিকে তিনি এও বলেন বহুবার সংঘরা ভাবমূর্তি নষ্ট করার অনেক চেষ্টা হয়েছে। মিথ্যা অভিযোগ ও মামলাও হয়েছে তবু সংঘ প্রতিশোধ নেয়ার কথা ভাবেনি।এদিন মঞ্চে মোদীজি সংঘর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য গোলওয়ালকার জির স্মৃতিচারণ করেন এবং তার ত্যাগ ও অবদানের জন্য তাঁর প্রশংসা করেন।অনুষ্ঠানে বিশেষভাবে ডিজাইন করা স্মারক মুদ্রা এবং ডাকটিকিটও প্রকাশ করা হয়।

