সীমান্ত নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গতকাল গুজরাটের ভুজের কাছে সেনাঘাঁটিতে ছিলেন রাজনাথ সিং সেখানে জওয়ানদের সঙ্গে উৎসব উদযাপনের পাশাপাশি ‘শস্ত্র পুজোতেও অংশ নেন তিনি। সেখানেই ভাষণ রাখতে গিয়ে তিনি প্রতিবেশী দেশের উদ্দেশ্যে বলেন ” স্যার ক্রিক অঞ্চলে পাকিস্তানের কোনও আগ্রাসন দেখালে, তার কড়া জবাব দেবে ভারত। যার ফলে ইতিহাস-ভূগোল পর্যন্ত বদলে যেতে পারে।” নিজের বক্তব্যে ভারত পাক যুদ্ধের ইতিহাস ও স্মরণ করান প্রতিরক্ষা মন্ত্রী।প্রসঙ্গত উল্লেখ্য বেশ কয়েকবছর আগে নিজেদের রাজনৈতিক মানচিত্রে জম্মু-কাশ্মীর, লাদাখ ও স্যার ক্রিককে নিজেদের অংশ হিসাবে দেখিয়েছিল পাকিস্তান। তবে এই বিরোধ নতুন নয় সীমান্ত বর্তী এই অঞ্চলে প্রায়ই আগ্রাসন দেখায় পাক। মাঝে মাঝে দুই দেশের নাগরিকদের বন্দি করার ঘটনাও ঘটে। বিস্তীর্ণ এই অঞ্চল ভৌগোলিক এবং অর্থনৈতিক ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ।

