Friday, October 18, 2024
Home সম্পাদকীয় গান্ধী জয়ন্তীতে আমার শ্রদ্ধার্ঘ্য

গান্ধী জয়ন্তীতে আমার শ্রদ্ধার্ঘ্য

পন্ডিত অনিমেষ শাস্ত্রী

আজ আমাদের রাষ্ট্রপিতার জন্মদিন। তারিখটা শুধু দেশের  নয় গোটা বিশ্বের কাছে একটি বিশেষ দিন, আজ তাকে নিয়ে কিছু বলবো সেটাই স্বাভাবিক|

ঠাকুর বলতেন টাকা মাটি মাটি টাকা, সে তো আধ্যাত্মিক ভাবে একটি দার্শনিক মন্তব্য যার বিশ্লেষণ যথা সময়ে হবে, কিন্তু দৈনন্দিন জীবনে টিকে থাকতে হলে ঔ টাকার কোনো বিকল্প নেই|
আর আমাদের দেশে টাকা মানেই গান্ধীজি|মানে তার ছবি|এই নোটে তার ছবির ছাপার ও একটা ইতিহাস আছে, এই ছবির পেছনে আছে গল্প|

রিজার্ভ ব্যাংক ১৯৬৯ সালে প্রথমবারের মতো একটি নোটের উপর গান্ধীজীর ছবি মুদ্রণ করেছিল। সেই সময় গান্ধীজীর ছবি সহ ১০০ টাকার নোট চালু করা হয়েছিল। গান্ধীজীর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই নোট ছাপানো হয়।সেই শুরু আজও চলছে এই পরম্পরা|

নোটগুলিতে ছাপা মহাত্মা গান্ধীর ছবিটি বর্তমান রাষ্ট্রপতি ভবনে অর্থাৎ ভাইসরয়ের বাড়িতে ১৯৪৬ সালে তোলা হয়েছিল|যখন গান্ধীজি তৎকালীন সেক্রেটারি ফ্রেডরিক পেথিক লরেন্সের সাথে দেখা করতে মায়ানমার অর্থাৎ তৎকালীন বার্মায় যান। সেখানেই তাঁর এই ছবিটি তোলা হয়েছিল। ছবিটি কে তুলেছে সে সম্পর্কে কোন তথ্য সেভাবে পাওয়া যায় না। 

নোট বাতিলের পর জারি করা নতুন নোটের রং অনেক বদলে গেছে। কিন্তু একটা জিনিস যা বদলায়নি, তা হল গান্ধীজীর ওই ছবি কিন্তু ছবিটি কে তুলেছে সে সম্পর্কে কোন তথ্য সেভাবে পাওয়া যায় নি আজও|যাই হোক শুধু নোটে রাখলে হবেনা, মনেও রাখতে হবে তার নীতি, তার আদৰ্শ এবং অহিংসার পথ|জাতীর জনক কে তার জন্মদিনে জানাই প্রনাম ও শ্রদ্ধা|

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments