বন্যা বিদ্ধস্ত উত্তর বঙ্গ ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রী।আজ দুপুরের পরই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে পৌঁছন। সফরে গিয়েই আজ তিনি আলিপুরদুয়ারের সুভাষিণী চা বাগানে যান।মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয়রা তাদের অভাব অভিযোগ তুলে ধরেন। সব মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে থাকা প্রশাসনিক কর্তাব্যাক্তিরা। প্রয়োজনিয় পদক্ষেপ গ্রহন করার আশ্বাস দেয়া হয় প্রশাসনের তরফে।উপস্থিত মহিলাদের শাড়ি উপহার হিসেবে তুলে দেন মুখ্যমন্ত্রী । বাচ্চাদের জন্য ছিল টেডি বিয়ার ও পড়াশোনার উপকরণ।পাশাপাশি বিপর্যয়ের সময় ভালো কাজ করার জন্য আটজনকে এদিন পুরষ্কার করা হয়। আগামী কয়েকটি দিন মিরিকে, দার্জিলিং, এবং কালিম্পং সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে শুক্রবার তার কলকাতায় ফেরা নির্ধারিত।

