মাছ ধরতে গিয়ে সম্ভবত ভুল বসত বাংলাদেশ এর জল সীমা অতিক্রম করে আটক হলেন ১৪ মৎস্যজীবী। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ট্রলারটিকেও। জানা গিয়েছে, বাংলাদেশে আটক ১৪ জনের মধ্যে কাকদ্বীপের ২ জন, হুগলির ২ জন এবং বাকিরা কুলতলি এলাকার মৎসজীবি।এফবি শুভযাত্রা’ নামে একটি ট্রলারে করে মাছ ধরা হচ্ছিলো। সেই সময় এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে।সূত্রের খবর ট্রলারটি বাজেয়াপ্ত করে বাংলাদেশের এক নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। কিছু মৎসজীবি অভিযোগ করেন আন্তর্জাতিক জলসীমায় মাছ ধরা চলাকালীনই ভারতীয় মৎস্যজীবীদের ধরছে বাংলাদেশের জল সীমান্ত রক্ষা বাহিনী। দ্রুত প্রশাসকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে অনুরোধ করা হয়েছে।

