সোনার দোকানে কর্মরতা এক মহিলা কাজের চাপে আত্ম হত্যার পথ বেছে নিয়ে চন্দন নগরে গঙ্গায় ঝাঁপ দেন কদিন আগেই।আজ তার দেহ উদ্ধার হয়।মৃত্যুর আগে তরুণী একটি চিঠি লিখেছিলেন, যেখানে দাবি করেছিলেন এই চরম সিদ্ধান্তের নেপথ্যে কর্মস্থলের চাপ। কদিন পরেই বিয়ের কথা ছিলো ওই তরুণীর। আত্ম হত্যার আগে চিঠি লিখে যান ওই তরুণী।সেই চিঠির ভিত্তিতেই তরুণী যে সোনার দোকানে কাজ করতেন সেখানকার মালিকের স্ত্রীকে আটক করেছে পুলিশ।ফেব্রুয়ারি মাসে বিয়ে হওয়ার কথা ছিলো ওই তরুণীর। তার আগে এই ঘটনার জেরে দুই পরিবারেরই শোকের ছায়া।

