সৌদি আরবের রিয়াধে সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভাইজান সলমন খান।আন্তর্জাতিক সিনেমা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক্ষ ভাবে সালমান খান বালচিস্থানকে কার্যত স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন। তাতেই বেজায় চোটেছে পাকিস্তান। একাধিক বিভ্রান্তিকর সংবাদ দ্রুত ছড়াতে থাকে নেট দুনিয়ায়।পাকিস্তান সরকার সলমনকে সে দেশে সলমনকে নিষিদ্ধ করেছে এমন খবর ও রটে যায়। যদিও পাক সরকারের তরফে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।প্রসঙ্গত উল্লেখ্য পাকিস্তান এবং তার অন্তর্গত বালোচিস্থান প্রদেশের দ্বন্ধ বহু পুরোনো। বালোচিস্থান বহু কাল থেকেই পাকিস্তান এর বিরুদ্ধে গৃহ যুদ্ধ চালাচ্ছে এবং নিজেদের স্বাধীনতা দাবী করে আসছে।পাক সরকার ভারতের বিরুদ্ধে বলোচদের সাহায্য করার অভিযোগ ও তুলে আসছে বহুদিন ধরে।
বালোচিস্তান নিয়ে বিতর্কিত মন্তব্য করে পাকিস্তানের ক্ষোভের মুখে সালমান খান
RELATED ARTICLES

