Saturday, January 31, 2026
Home দেশ বাংলায় শুরু হচ্ছে SIR! নির্বাচন কমিশনের তরফে গুরুত্বপূর্ণ ঘোষণা!

বাংলায় শুরু হচ্ছে SIR! নির্বাচন কমিশনের তরফে গুরুত্বপূর্ণ ঘোষণা!

বিহারে ইতিমধ্যে সম্পন্ন হয়ে SIR এবার পরবর্তী পর্যায়ে বাংলায় শুরু হচ্ছে SIR! নির্বাচন কমিশনের তরফে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হলো আজ।মঙ্গলবার থেকে দেশের ১২ রাজ্যে চালু হচ্ছে এসআইআর। যেগুলি হল, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, পুদুচেরি।নির্বাচন কমিশন জানিয়েছে ২০০৩ সালের সূচিতে যাঁদের নাম রয়েছে তাঁদের কোনও বাড়তি কাগজ দিতে হবে না। কারও নিজের নাম না থাকলেও, যদি বাবা-মায়ের নাম থাকে তাহলেও বাড়তি কাগজ জমা দিতে হবে না। তার শুধু মাত্র কমিশনের ওয়েবসাইট এ অনলাইন ফর্ম ফিলাপ করবেন।বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম দেওয়া হবে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর।পরের পর্যায়ে থাকবে তালিকা নিয়ে অভিযোগ জানানোর সুযোগ।সর্বোচ্চ পর্যায়ে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments