Sunday, December 7, 2025
Home দেশ পানিহাটিতে NRC আতঙ্কে আত্মঘাতী বৃদ্ধ! 

পানিহাটিতে NRC আতঙ্কে আত্মঘাতী বৃদ্ধ! 

ঘোষণা হয়েছে SIR, অনেকেই মনে করছেন SIR বা ত্রুটি মুক্ত ভোটার তালিকা আসলে NRC এর মতোই একটি পক্রিয়া। সেই আতঙ্কে সোমবার রাতে নিজের আবাসনেই আত্মঘাতী হন প্রদীপ কর নামে এক ব্যাক্তি । মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে।একটি সুইসাইড নোট উদ্ধার হয় যাতে লেখা ছিলো , ‘এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী।’ তদন্ত শুরু করে খড়দহ থানার পুলিশ। পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গোটা ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন এবং এই মৃত্যুর জন্য কেন্দ্র সরকারের নীতিকে দায়ী করেন। তিনি কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আরো লেখেন, ‘বাংলা প্রতিরোধ করবে, বাংলা রক্ষকের ভূমিকা পালন করবে এবং বাংলা জয়ী হবে।’

RELATED ARTICLES

Most Popular

Recent Comments