আয় বহির্ভুত সম্পত্তি থাকার অভিযোগে দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।পার্থ চোঙদার নামে ধৃতের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগ রয়েছে।প্রাথমিক তদন্তে জানা যায় চার বছরে পার্থ বেতন পেয়েছেন ৫৬ লক্ষ টাকা। অথচ নামে বেনামে তিনি ৬ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি।বীমা, সোনা, ফিক্সড ডিপোজিট, নগত এবং একাধিক বাড়ি ও ফ্ল্যাটের হদিস পাওয়া গেছে। কথা থেকে কি ভাবে এলো এই বিপুল সম্পত্তি তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।প্রায় দু’বছর ধরে তদন্ত চলার পর বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সম্পত্তির উৎস খতিয়ে দেখা হচ্ছে।দুর্নীতি ইস্যু তে কলকাতার মেয়র আগেই জানিয়েছেন কেউ দুর্নীতি করলে রেয়াত করা হবেনা।

