Sunday, February 1, 2026
Home দেশ চেন্নাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত দুই পরিযায়ী শ্রমিক

চেন্নাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত দুই পরিযায়ী শ্রমিক

চেন্নাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয়েছে দুই বাঙালি পরিযায়ী শ্রমিকের।নানুর বিধানসভা এলাকার ওই দুই বাসিন্দা। মাস খানেক আগে চেন্নাইয়ের একটি কাগজের ফ্যাক্টরিতে কাজ নিয়ে সেখানে যান সেখানেই ৩১ অক্টোবর ওই ফ্যাক্টরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আহত অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তারা। সেখানেই মৃত্যু হয় দুজনের।আর্থিকভাবে দুই শ্রমিকের পরিবার দুর্বল। স্ত্রী সন্তানের মুখে দু বেলা অন্ন তুলে দিতেই তারা ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন। তাদের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।স্থানীয় প্রশাসনের তৎপরতায় মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।দরিদ্র পরিবারকে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments