কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্রের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। উঠছে চিকিৎসায় গাফেলতির অভিযোগ।পড়ুয়ার নাম নীলাদ্রি মান্না। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বুধবার ছাত্রের মৃত্যু হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে মৃত ছাত্রের পরিবার। পরিবার সূত্রে খবর, দশম শ্রেণির টেস্ট পরীক্ষা নিয়ে নীলাদ্রি মনে একধরণের আতঙ্ক তৈরি হয়েছিল।সম্ভবত অবসাদে ভুগছিলো সে।আত্ম হত্যার উদ্দেশ্যে লুকিয়ে একাধিক উচ্চ রক্তচাপের ওষুধ একসাথে খেয়েছিল। তারপরেই অসুস্থ হয় নীলাদ্রি। পরিবারের অভিযোগ।চিকিৎসা যথাযত হয়নি এমনকি পরিবারকে না জানিয়ে আই সি ইউ তে শিফ্ট করা হয় তাকে। মৃত্যুর জন্য তাই হাসপাতালকে দায়ী করছে নীলাদ্রির পরিবার।