এক্সিট পোলে আশঙ্কা ছিলো বিহার বিধানসভা ভোটে বড়ো জয় পেতে চলেছে এন ডি এ, বাস্তবে হলো তাই।নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ বিহারে ২০০ পার করল। কার্যত ধরাশায়ী মহা জোট। আর জে ডি ৩০ এর কম এবং কংগ্রেস মাত্র একটি আসন পাচ্ছে। খাতা খুলতে পারলো না প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি।২২ টি আসনে জিতে রয়েছে NDA এর অন্যতম শরিক লোক জন শক্তি পার্টি।ফল ঘোষণার পর বিজেপি কেন্দ্রীয় অফিস থেকে লালু প্রসাদের আমলের জঙ্গল রাজ কে কার্যত কটাক্ষ করে বিহারের জন গণের প্রশংসা করেন। বিজেপির এই বিহার জয়ে কার্যত উজ্জীবিত বঙ্গ বিজেপি।বাংলার গেরুয়া নেতাদের একটা অংশ মনে করছেন, বিহারে যেমন বিপুল সংখ্যাগরিষ্ঠতায় এনডিএ ক্ষমতায় এল, তেমনই বাংলায় ২০২৬ এ ক্ষমতায় আসবে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী গিরি রাজ সিংহ ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বলেছেন নেক্সট টার্গেট বাংলা।প্রতিবেশী রাজ্যর এই জয় বাংলাকে কতোটা প্রভাবিত করে তা দেখা এখন সময়ের অপেক্ষা।

