সুন্দর বনের মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় প্রান হারালেন শম্ভু সর্দার নামে এক মৎস জীবি।নদীতে মাছ এবং কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি।চামটা জঙ্গল সংলগ্ন এলাকায় সোমবার সকালে নৌকায় বসে থাকার সময়ে তাঁকে পিছন দিক থেকে আক্রমণ করে একটি বাঘ।বাঘটি শম্ভুকে টেনে নিয়ে যায় জঙ্গলের দিকে। বাঘ তাঁকে টেনে নিয়ে যাওয়ার সঙ্গীরা প্রাণপণে বাধা দেওয়ার চেষ্টা করেন। অনেক চেষ্টা করেও শম্ভুকে রক্ষা করতে পারেননি সংগীরা।পরে জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার হয় ওই মৎসজীবির দেহ।কুলতলির কাঁটামারি বটতলা এলাকার বাসিন্দা শম্ভুর বাড়িতে রয়েছে তার সন্তানরা। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

