ছুটির দিন মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন বর্ধমানের এক যুবক।পূর্ব বর্ধমানের বাসিন্দা ওই ২৫ বছরের যুবক বন্ধুদের সাথে মন্দারমণি বেড়াতে গিয়েছিলেন।সমুদ্রে স্নান করতে নেমে তিনি বেশ কিছুটা দূরে চলে যান তারপর আর ঢেউয়ে নিজেকে সামলে রাখতে পারেননি এবং কিছু সময়ের মধ্যে তিনি সমুদ্রে তলিয়ে যান ।সঙ্গে থাকা বন্ধুরা আশপাশের লোকজনদের খবর দেন এবং নুলিয়ারা জলে নেমে উদ্ধার কার্য চালানোর চেষ্টা করা হলেও অন্ধকার নেমে যাওয়ায় আর উদ্ধার কার্য চালানো যায়নি। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে এবং সঙ্গে থাকা বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে।আগেও বহুবার সমুদ্রে ডুবে যাওয়ার ঘটনা ঘটে। মাঝে মাঝে।উত্তাল সমুদ্রে না নামার জন্য পর্যটকদের সতর্ক করে পুলিশ-প্রশাসন। তারপরও বেপরোয়া সিদ্ধান্তর জন্য এমন ঘটনা প্রায়ই ঘটে।

