পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গর রাজ ভবনের নাম। রাজ ভবন এখন থেকে লোক ভবন। গতকালই কার্যকর হয়েছে এই ঐতিহাসিক সিদ্ধান্ত।রাজভবনের নাম পরিবর্তন করার নির্দেশ কয়েকদিন আগেই এসেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এবং ২৫ নভেম্বর নির্দেশ আসার পর শনিবার বাংলায় তা কার্যকর করা হয়েছে।রাজ্যপালের দপ্তর সূত্রে দাবি পশ্চিমবঙ্গেই প্রথম রাজভবনের নাম পরিবর্তন করা হল।তবে এবার ঐতিহাসিক রাজভবন এর নাম বদল নিয়ে এক বিতর্কের সূত্রপাত হলো।শাসক দলের তরফে প্রশ্ন তোলা হচ্ছে বাংলাতেই কেন প্রথম। তার মানে কি রাজ্যপাল সমান্তরাল প্রশাসন চাইছেন?। যদিও আসল কারন রাজ ভবনকে মানুষের কাছাকাছি আনা বলে জানা যাচ্ছে। এর আগেও একবার রাজ্যপালের তরফে রাজ ভবনের প্রতীকী চাবি আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়।

