Monday, December 8, 2025
Home আন্তর্জাতিক বেঁচে আছেন ইমরান খান? বোনের সাথে সাক্ষাৎ নিয়ে জল্পনা!

বেঁচে আছেন ইমরান খান? বোনের সাথে সাক্ষাৎ নিয়ে জল্পনা!

গত কয়েক দিন ধরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে পায়নি পাকিস্তানবাসী। তিনি কেমন আছেন, আদৌ বেঁচে রয়েছেন কিনা, সেই নিয়ে প্রশ্ন তৈরি হয় জনমানসে। তার পার্টি এবং পরিবারের সদস্যরা জেলের বাইরে ধর্ণা দেন। আদালতের আদেশ সত্ত্বেও কাউকেই দেখা করতে দেয়া হয়নি ইমরানের সাথে। অবশেষে তার বোন উজমার সাথে ইমরানের সাক্ষাৎ এর খবর সামনে আসে।মঙ্গলবার দুপুরের দিকে ইমরানের বোন উজমাকে দেখা করার অনুমতি দেয় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ। বিকেলেই ইমরানের সঙ্গে সাক্ষাৎ হয় উজমার।সাথে ছিলো বেশ কয়েকজন পিটিআই সমর্থক। দ্রুত তারা সাংবাদিক সম্মেলন করে জনগণকে আস্বস্ত করতে পারেন।প্রসঙ্গত উল্লেখ্য ইমরানের সঙ্গে দেখা না হলে জেল ভেঙে ফেলার পথে হাটবে বলে জানিয়ে ছিলো পিটিআই সমর্থকরা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments