প্রাথমিক স্কুলে ৩২ হাজার শিক্ষক আপাতত স্বস্তি পেলেন হাই কোর্টের রায়ে।বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে খারিজ হলো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। বহাল রইলো চাকরি।যুক্তি এবং তদন্ত ছাড়াও মানবিক দৃষ্টি ভঙ্গি থেকে গোটা বিষয়টি দেখে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য ২০২৩ সালের মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। যদিও কর্মরতই ছিলেন ওই শিক্ষকরা। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা শোনেন হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।অন্যদিকে বুধবারের রায়ের পরেই জেলায় জেলায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে প্রাথমিক শিক্ষকদের। তাদের অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলে বলছেন, ‘মৃত্যুর মুখ থেকে ফিরলাম।’

