আজ পূর্ব নির্ধারিত ভারত সফরে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।নির্ধারিত সময়ে পুতিনের বিশেষ বিমান দিল্লির পালাম বিমানবন্দরে এসে অবতরণ করে। সাধারণত অন্য কোনো রাষ্ট্র নায়ক ভারতে এলে তাকে স্বাগত জানাতে তাঁকে স্বাগত জানাতে হাজির থাকেন বিদেশ মন্ত্রকের উচ্চ পর্যায়ের কোনো অফিসার বা মন্ত্রী সভার কোনো গুরুত্বপূর্ণ সদস্য তবে এক্ষেত্রে তাকে স্বাগত জানাতে আসেন ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয় নিজের গাড়িতে তাকে নিয়ে বিমান বন্দর ছাড়েন মোদী।এই মুহূর্তে ভারত রাশিয়া কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় এবং রুশ প্রেসিডেন্ট এর ভারত সফর রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ন বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৪৫ মিনিট দুই রাষ্ট্র প্রধানের কথা হয়েছে যা ছিলো নির্ধারিত সফর সুচির বাইরে। এই সফরে বড়ো কোনো আর্থিক চুক্তি বা প্রতিরক্ষা ক্ষেত্রে বড়ো কোনো ডিল হওয়ার সম্ভবনা যথেষ্ট উজ্জ্বল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

