কম সময় সীমার অভিযোগ উঠছিলো ইলেকশন কমিশনের বিরুদ্ধে তাই বিচার বিবেচনা করে SIR-এর সময়সীমা বাড়িয়েছে জাতীয় নির্বাচন কমিশন। অন্যদিকে কাজের চাপে একাধিক রাজ্যে বিএলওদের মৃত্যুর অভিযোগ ওঠে। শুক্রবার ১২ রাজ্যে সিইওদের সঙ্গে বৈঠকের পর নতুন করে সময় সীমা বাড়ানোর কথা ওঠে। এখনো সিদ্ধান্ত না নেয়া হলেও সময় বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে পাশাপাশি এদিনের বৈঠকে যেসব BLO-দের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি নিয়েও প্রাথমিক আলোচনা হয়।প্রয়োজনে সঠিক নথি যাচাই করে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেয়ার ব্যাপারটাও ভেবে দেখছে নির্বাচন কমিশন।

