Saturday, January 31, 2026
Home আন্তর্জাতিক পুতিনের পর ভারতে আসছেন ইউক্রেন এর রাষ্ট্রপতি

পুতিনের পর ভারতে আসছেন ইউক্রেন এর রাষ্ট্রপতি

সদ্য ভারত সফর শেষ করেছেন রুশ রাষ্ট্রপতি পুতিন এবার ভারত সফরে আসতে চলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।তাৎপর্যপূর্ন বিষয় এই মুহূর্তে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করছে এই দুই দেশ।সূত্রের খবর বিগত কয়েক সপ্তাহ ধরেই এই ইস্যুতে আলোচনা চালাচ্ছে।সব ঠিক থাকলে সামনের বছর জানুয়ারিতে ভারতে আসবেন ইউক্রেন এর রাষ্ট্রপতি।সফরের চূড়ান্ত দিনক্ষণ প্রস্তুত করতে এই মুহূর্তে আলোচনা চালাচ্ছে উচ্চ পদস্ত আমলারা।রুশ-ইউক্রেনে যুদ্ধের শুরু থেকেই নিরপেক্ষ ভূমিকা পালন করেছে ভারত।ভারত শান্তির পক্ষে এবং যুদ্ধ থামাতে যথেষ্ট ইতিবাচক ভূমিকা পালন করতে পারে ভারত।গত বছর প্রধানমন্ত্রী মোদি প্রথম ভারতীয় হিসেবে ইউক্রেন সফর করেছিলেন। সেই সফরেই ইউক্রেনের প্রেসিডেন্টকে ভারত আসার আমন্ত্রণ জানান মোদি। আগামী দিনে বিশ্ব রাজনীতিতে রুশ ইউক্রেন সম্পর্ককে কেন্দ্র করে বড়ো ভূমিকা নিতে পারে ভারত এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments