Saturday, January 31, 2026
Home দেশ বণ্য প্রান বাঁচাতে তৈরী হবে " রেড রোড "

বণ্য প্রান বাঁচাতে তৈরী হবে ” রেড রোড “

প্রায়ই শোনাযায় গাড়ির ধাক্কায় প্রান যাচ্ছে বণ্য প্রাণীর। দেশের যে সব স্থানে অরণ্যের মধ্যে দিয়ে হাই ওয়ে গেছে সেই সব জায়গায় প্রায়ই গাড়ির সামনে এসে পরে হাতি, বাঘ, হরিণ সহ অন্যান্য প্রাণী। এবার বন্যাপ্রাণ বাঁচাতে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তৈরী করলো বিশেষ রাস্তা । মধ্যপ্রদেশের জব্বলপুর-ভোপাল মহাসড়কে প্রথমবারের মতো বাঘ ও অন্যন্য বন্যপ্রাণীর সুরক্ষার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে বিশেষ লাল রঙের রাস্তা যার পোষাকি নাম রেড রোড। সাধারণ রাস্তায় যেমন নিত্য যাত্রীদের রাস্তা পার হতে সাহায্য করে জেব্রা ক্রসিং তেমনই জঙ্গলের মধ্যে এই লাল রাস্তা তীব্র গতিকে রোধ করে রক্ষা করবে বণ্য প্রানকে। নিঃসন্দেহে এই সিদ্ধান্ত এক যুগান্তকারী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত।১২২ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প ২০২৫ সালের মধ্যে বাস্তবায়িত হওয়ার কথা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments