সাংসদ যে গত কয়েক দিন ধরেই লোকসভায় ই-সিগারেট খাচ্ছিলেন এক সাংসদ। এই ঘটনা আগেই অনেকেরই চোখে পড়েছে। সূত্রের খবর দলের সতীর্থরা তাঁকে এ নিয়ে একাধিক বার সতর্কও করেছিলেন।বাকি সাংসদদের তরফে নিষেধ করা হয়েছিল তাঁকে। কিন্তু তিনি গুরুত্ব দেননি তাদের। এবার শীত কালীন অধিবেশন চলা কালীন স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করে বিষয়টি নিয়ে সরব হন অনুরাগ ঠাকুর।তাঁর অভিযোগ, তৃণমূলের কোনও এক সাংসদ অধিবেশন চলাকালীন ই সিগারেট পান করছিলেন।স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, “দেশ জুড়ে তো ই-সিগারেট নিষিদ্ধ হয়ে গিয়েছে। আপনি কি সংসদে তার অনুমতি দিয়েছেন?” স্পিকার ওম বিড়লা তিনি কোনও অনুমতি দেননি। পাশাপাশি তিনি সংসদের মর্যাদা এবং গরিমা রক্ষা করার বিষয়ে সদস্যদের সচেতন হওয়ার পরামর্শ দেন।

