রামমন্দির আন্দোলনের অন্যতম সন্ত তথা বিজেপির প্রাক্তন সাংসদ রামবিলাস বেদান্তি প্রয়াত হলেন।একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে মধ্যপ্রদেশে এসেছিলেন তিনি। সেখানেই অসুস্থ্য হন।রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সোমবার সকালে ফের অবস্থার অবনতি হয়।সোমবার দুপুরে ৬৭ বছর বয়সে প্রয়াত হন এই ধর্মগুরু।মঙ্গলবার সরযূ নদীতে জলসমাধি দেওয়া হতে পারে তাঁকে।মহান এই সন্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। যোগী আদিত্য নাথ। মোহন যাদব সহ একাধিক রাজনৈতিক ব্যাক্তিত্ব।

