বন্দে মাতরম’ গানের ১৫০ বর্ষপূর্তিতে সংসদে বিশেষ আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ে বন্দে মাতারাম এর স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ সম্বোধন করেন মোদীজি। এই নিয়ে সাথে সাথে প্রতিবাদ জানান উপস্থিত তৃণমূল সাংসদরা। তাদের দাবি এই সম্মোধন মহান সাহিত্যিক এর সন্মান হানি করেছে।গোটা বাংলা জুড়ে প্রতিবাদের ঝড় তোলে তৃণমূল। এবার সেই ঝড় পৌঁছে গেলো কলকাতা পুরসভায়।বৃহস্পতিবার পুরসভার অধিবেশনে মোদির ‘বঙ্কিমদা’ সম্বোধনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনেন ৯৮ নং ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী।নিন্দা প্রস্তাব নিয়ে আলোচনায় বক্তব্য রেখেছেন মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পারিষদ দেবাশিস কুমার। বিজেপির কাউন্সিলর রা প্রতিবাদ জানালে তর্কাতর্কি বেঁধে যায়। সরগরম হয়ে ওঠে পুরসভারর অধিবেশন। আপাতত এই ইস্যুকে যে সহজে ছাড়বেনা শাসক দল তা এদিন স্পষ্ট হয়ে যায়।

